ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

অব্যাহত থাকবে মৃদু তাপপ্রবাহ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ১৩:৩৬

অব্যাহত থাকবে মৃদু তাপপ্রবাহ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

বাংলাদেশ জার্নাল/রাজু/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত