ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ঢাকা উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে ঈদ জামাতের জন্য অনুদান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২২, ০৩:৩০

ঢাকা উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে ঈদ জামাতের জন্য অনুদান

এবারের ঈদে উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে ঈদ জামাতের জন্য ঈদগাহের প্যান্ডেল তৈরিতে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে রোববার এ তথ্য জানা যায়। এর আগে প্রতি ওয়ার্ডে পাঁচটি করে ঈদগাহের প্যান্ডেল নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

অফিসে আদেশের কথা উল্লেখ করে সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ইতোমধ্যে আর্থিক সহযোগিতার অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্তৃক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিএনসিসির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বিধি মতে ভ্যাট কেটে টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত ডেকোরেটরের নামে চেক দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত