ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঈদের দ্বিতীয় দিন সড়কে ঝরেছে ২১ প্রাণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২২, ১১:৩৭  
আপডেট :
 ০৫ মে ২০২২, ১২:১৮

ঈদের দ্বিতীয় দিন সড়কে ঝরেছে ২১ প্রাণ
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ২১ প্রাণ। বুধবার ও মঙ্গলবার রাতে রংপুর, পঞ্চগড়, মাদারীপুর, যশোর, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, বরিশাল জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রংপুর

রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়ালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যশোর

যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদদুইনপুর সীমানায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত শাহিনুর ও সাগর যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলী ও বাবর আলীর ছেলে।

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পণ্ডিতের হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৫৫) সে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে।

পাবনা

পাবনার সুজানগরে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবু তালহা তেহমী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন বুধবার দুপুর ১২টার দিকে নাজিরগঞ্জ-সুজানগর সড়কের সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সলিমপুর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী মহিবুল হাওলাদার (২২) নিহত হয়েছে। আহত হয়েছে চালক সজিব হাওলাদার। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তানিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তামিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুর গামী বৈশাখী তানজিম পরিবহন উপজেলার নুরুর দোকান নামক স্থানে চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে একটি শিশু ছিটকে পড়ে যায়। শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল চাপায় হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গারোবাজারে এমন ঘটনা ঘটেছে। নিহত হাজেরা বেগম দক্ষিণ মহিষমারা গ্রামের জনৈক হযরত আলীর স্ত্রী।

রাজবাড়ী

রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর রেলক্রসিং এলাকায় পিকআপ খাদে পড়ে মো. শাওন সেখ(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সুমন নামের এক যুবক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত