ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করলো গ্রামবাসী

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২২, ১৫:২০  
আপডেট :
 ১২ মে ২০২২, ১৮:১৩

ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করলো গ্রামবাসী
জবাই দেয়া নীলগাই দেখতে ভিড়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্ত হওয়া একটি নীলগাই জবাই করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান বলেন, খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল৷ গাইটি খুব অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টীভ বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই দেয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য, গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজনকে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত