ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২২, ২১:৪৪

বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন
প্রতীকী ছবি

কুষ্টিয়ার সদর উপজেলায় বড় ভাই আসাদুল সরদারকে (৫০) হত্যার দায়ে আপন ছোট ভাই মামুনকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত বিচারক মো. তাজুল ইসলাম জনাকীর্ণ এজলাসে আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মামুন সদর উপজেলার পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ জুন সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আসাদুল সরদারকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন ছোট ভাই। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার আসাদুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যার অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ইবি থানার উপ-পুলিশ পরিদর্শক এসএম কামরুজ্জামান ও শরীফ মন্জুর।

আদালতের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, বড় ভাই আসাদুলকে হত্যার দায়ে মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমনার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর সাজা খাটতে হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত