ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২২, ১৮:৫৪

নড়াইলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের অপসারণ এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে তুলারামপুর ইউনিয়নবাসী।

রোববার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আলাউদ্দিন বিশ্বাস, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য খান আতাউর রহমান সুজন, মো. সিহাবুর রহমান সিহাব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য ও জোর করে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের স্বাক্ষর আদায় করা হয়েছে। কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ের লোক নিয়োগ দেয়া হয়েছে। এসময় অবিলম্বে এসব নিয়োগ বাতিলের দাবি করেন বক্তারা। তবে সভাপতি ও প্রধান শিক্ষক তাদের বিরুদ্ধে আনিত এসকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই সকলকে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত