ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২২, ২০:১৮

ফরিদপুরে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের অম্বিকাপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের নিজ বাড়ির পাশে কুমার নদের তীরে এ মেলা উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের কর্ণাধর একে আজাদ, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর জসীম পল্লী মেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর ও আশেপাশের ব্যবসায়ীরা মেলায় স্টল দিচ্ছেন। এছাড়া জসিম মঞ্চে প্রতিদিনই একাধিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বলে জানা যায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত