ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় যাত্রীকে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২২, ০৯:৪০  
আপডেট :
 ১৬ মে ২০২২, ১০:০১

রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় যাত্রীকে হত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জে রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় মো. সোহান (২২) নামে এক যাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

নিহত মো. সোহান দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামের ছামিউল হকের ছেলে। তিনি বিএডিসিতে মাস্টার রোলে চাকরি করতেন। রোববার বিকালে দেওয়ানগঞ্জের জিলবাংলা সুগার মিল এলাকায় এ হতাকাণ্ডের ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “সুগার মিল এলাকায় ফকির আলী নামে এক অটোরিকশা চালককে মারধর করে ইল্লাল সরদার (২৩) নামে এক মাদকাসক্ত যুবক। অটোরিকশার যাত্রী সোহান এর প্রতিবাদ করলে তার বুকে ছুরি মারেন ইল্লাল।”

স্থানীয়রা সোহানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ঘাতক ইল্লাল পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত