পুলিশের কবজি বিচ্ছিন্নের ঘটনায় লামা থেকে আসামির স্ত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে বান্দরবান সীমান্তবর্তী এলাকা লামা থেকে হামলাকারী কবিরের স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
|আরো খবর
সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় রুবি আক্তারকে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী কবির এখনও পলাতক।
উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মো. কবির নামে এক আসামিকে ধরতে বাদীকে নিয়ে অভিযানে যায় পুলিশ। কবির তখন দা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।
তার দয়ের কোপে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বাদী এবং অন্য এক কনস্টেবল আহত হন। উন্নত চিকিৎসার জন্য জনিকে পরে ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ জার্নাল/এমএম