ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

কলেজছাত্র খুন: পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২২, ১৭:০৬

কলেজছাত্র খুন: পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে কলেজছাত্র হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এমন আশ্বাসে সড়ক থেকে সরে এসেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে কলেজ গেট এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় অংশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত কলেজছাত্র জাহেদুল ইসলামের এলাকার লোকজন মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের আশ্বস্ত করছি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে বুধবার (১৮ মে) রাতে চন্দনাইশের দক্ষিণ জোয়ারা ঝিহজ ফকিরপাড়া এলাকায় ছুরিকাঘাতে খুন হন জাহেদুল ইসলাম। নিহত কলেজছাত্রের জাহেদুল ইসলাম চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে ও গাছবাড়ীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন: কলেজছাত্র খুনের বিচার চেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড় অবরোধ

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত