চসিকের ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২২, ১৭:১১
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ময়লার গাড়ির ধাক্কায় খোরশেদ আলম (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে খোরশেদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় চসিকের ময়লার গাড়ি। পরে চমেক হাসপাতালে নেয়ার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান।
তিনি জানান, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় চমেক এলাকার ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারের সামনে চসিকের একটি ময়লার গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে খোরশেদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।
পুলিশ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ও এর চালক মোহাম্মদ হারুনকে আটক করেছে।
বাংলাদেশ জার্নাল/এমএম