ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংস

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২২, ২২:২৭

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংস
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় জব্দ হওয়া প্রায় ১৫ হাজার বোতল ফেনসিডিল জনসম্মুখে ধ্বংস করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনের রাস্তায় রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জয়পুরহাট জজ কোর্টের ইন্সপেক্টর আব্দুল লতিফ খান ও জজ কোর্টের মালখানার অফিসার রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা।

জয়পুরহাট জজ কোর্টের ইন্সপেক্টর আব্দুল লতিফ খান জানান, এসব ফেনসিডিল ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জব্দ করা হয়েছিল। জব্দের পর এগুলো আদালতের মালখানায় জমা ছিল। এ আলামতগুলোর ৬৫টি মামলা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল। পরে আদালত তা নিষ্পত্তি করেন।

এরপর জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে ১৪ হাজার ৬৪১ বোতল ভারতীয় ফেনসিডিল আইন প্রক্রিয়ার মাধ্যমে জনসম্মুখে রোলার দিয়ে ধ্বংস করা হয়। পরে ধ্বংস হওয়া বোতলগুলি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত