ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে গুদামে মজুদ করা তেল পাচারকালে জব্দ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২২, ১১:৫৭

হবিগঞ্জে গুদামে মজুদ করা তেল পাচারকালে জব্দ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি গুদামে অবৈধ ভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল পাচার কালে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এ জব্দ করা তেল নিলামে বিক্রি করা হয়। সে সঙ্গে মজুত করার অভিযোগে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার লাল মিয়া বাজারের ব্যবসায়ী কৃপেশ রায় গত রমজানে তার একটি গুদামে সয়াবিন তেল মজুত করে রাখেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ তেল ট্রাকে হবিগঞ্জ জেলা সদরে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম দিবাগত রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করেন।

এসময় এ ঘটনায় জড়িত থাকায় আজমিরীগঞ্জের সমীপুর গ্রামের সুমন রায় (২৯) ও নগর গ্রামের নেপাল বৈদ্যকে (৩২) আটক করেন। পরে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই জব্দ করা তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত