ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় দুই বাল্যবিয়ে বন্ধ, অর্থদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২২, ১৮:৩৮

কুষ্টিয়ায় দুই বাল্যবিয়ে বন্ধ, অর্থদণ্ড
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।

শুক্রবার দুপুরে পৃথক দুইটি অভিযান চালিয়ে এসব বাল্যবিবাহ বন্ধ করে দুই পরিবারকে অর্থদণ্ড করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার জানান, শুক্রবার দুপুরে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামে ও মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদেয়াড় গ্রামে বাল্যবিয়ে হচ্ছে বলে খবর পাওয়া যায়। বাল্যবিবাহ বন্ধের জন্য দুটি পৃথক অভিযান পরিচালানো করা হয়।

এ সময় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এ মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পরিবারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এছাড়া মেয়েদের অভিভাবকরা ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত