ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ১৮:৪৯

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩৩), মাতাস মঞ্জিল মাল এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪১), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৪৮) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইন-চার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃতরা পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিলো। এরই একপর্যায়ে তারা তল্লাশির নামে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। সেসময় ছিনতাইকারী চক্রের সঙ্গে থাকা আরও ৩/৪ পালিয়ে যায়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। যারা পালিয়ে গেছে তাদেরও গ্রেপ্তার করতে অভিযান চলছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত