ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে প্রবেশের সময় সীমান্তে ১৫ জন আটক

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ২০:৫১

ভারতে প্রবেশের সময় সীমান্তে ১৫ জন আটক
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রাম থেকে ১৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

শনিবার ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

আটককৃতরা হলেন, বাগেরহাটের বানিয়াখালী গ্রামের আসমা বেগম (৪০), জামিলা (২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী গ্রামের বানেছা বেগম (৩৩), আরিফ শেখ (১৩), হানিফ শেখ (১০), মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরার ফুটিঘাটা গ্রামের সামিনুর রহমান (৩৬), ফাহেমা খাতুন (২৫) ও সুরাইয়া (০১)।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত