ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

জগন্নাথপুরে ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২২, ০৮:৫৯

জগন্নাথপুরে ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করছে। তবে জগন্নাথপুর উপজেলায় এখনো বন্যা পরিস্থিতির অবনতি না হলেও বন্যার আশঙ্কা রয়েছে। অব্যাহত বৃষ্টিপাত ও উজানের ঢলে জগন্নাথপুরের নিচু এলাকায় পানি বাড়ছে।

শনিবার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় ৬০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিক চন্দ্র দাস জানান, যে স্কুলগুলোতে বন্যার পানি উঠেছে সে সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা বাড়তে পারে। তবে বন্যামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান চলবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, 'জগন্নাথপুরে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। '

এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলার ২৫২টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করার ফলে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত