ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২২, ১০:১০  
আপডেট :
 ২৪ মে ২০২২, ১০:৪৮

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মে থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এর আগে গত ১৭ মে ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা সেদিনই তাকে হাসপাতালে দেখতে যান।

ওই দিন মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, গত দুদিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিলো। আজকে অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত