ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৭:১৯

বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: প্রতিনিধি

মানদণ্ড ও ওজনে কম দেয়ায় বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে শাজাহানপুর উপজেলায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।

এ সময় বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও মুড়ি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় জামাদারপুকুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই দই ঘর ও মেসার্স পলক অটো মুড়ি কারখানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওজন ও পরিমাপে কম দেওয়ায় নয়মাইল এলাকায় অবস্থিত মেসার্স ফারহান ফিলিং স্টেশনকে ১ লাখ জরিমানা করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত