ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সড়কের দু'পাশই দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২২, ১২:৩৩

সড়কের দু'পাশই দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান সড়কসহ জেলার বিভিন্ন পাকা সড়কগুলোতে ধান মাড়াই, ধান ও খড় শুকানো হচ্ছে। এতে ব্লক হয়ে যাচ্ছে সড়কের অর্ধেক অংশ। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। সকাল হলেই বিশেষ করে জেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কৃষকরা ক্ষেত থেকে ধান কেটে রাস্তায় মাড়াই করে। কেউ কেউ আবার রাস্তার দু'পাশেই ধান ও ধানের খড় শুকাচ্ছেন বিকাল অব্দি।

এতে গাড়ি চলাচলের রাস্তা সরু হয়ে যায়। গাড়ি ওভারটেকিং করা সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। ঘটে নানারকম দুর্ঘটনাও।

এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। রাস্তা থেকে এসব দ্রুত অপসারণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন তারা।

মাহিন্দ্র গাড়ি চালক বাবুল হক বলেন, 'এভাবে রাস্তার উপরে ধান ও খড় শুকানোর ফলে গাড়ির ব্রেক ঠিকভাবে কাজ করে না। ফলে গাড়ি স্লিপ করে। আর এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে, ফলে মানুষ আহত ও নিহত হন।

জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হলে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, রাস্তার উপর এভাবে ধান শুকানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত