লক্ষ্মীপুরে মাদক মামলায় একজনের ১১ বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২২, ১৬:৩৭
লক্ষ্মীপুরে মাদক (ইয়াবা ও গাঁজা) মামলায় আব্দুল গণি নামের ৬৯ বছর বয়সী একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
|আরো খবর
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গণি জেলার কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ আগস্ট বিকেলে কমলনগরের চর মার্টিন গ্রামের শাহ আলম ভান্ডারীর পোলের গোড়া থেকে ১৪৪ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আবদুল গণিকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন কমলনগর থানার এসআই অনিমেষ মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর জামিনে বের হয়ে পলাতক রয়েছেন গণি। পরে ২০১৮ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিত রায় প্রদান করেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জার্নাল/এসকে