দিনাজপুরে ‘ঘুষের টাকাসহ’ কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আটক
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২২, ১৮:১৩
দিনাজপুরে ‘ঘুষের ৮০ হাজার টাকাসহ’ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের এক কর্মকর্তাকে আটক করেছে দুদক।
|আরো খবর
বুধবার বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ে অভিযান চালিয়ে উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।
দিনাজপুর দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন খবর পেয়ে দুদকের সাত সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষাণ অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আজ ওই টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/এমএস