ডাকাত সন্দেহে র্যাব সদস্যদের গণপিটুনি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২২, ২১:৫৬
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে র্যাবের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে এ ঘটনা ঘটে।
|আরো খবর
আহত র্যাব সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
র্যাবের সদর কোম্পানী কমান্ডার তাহিয়াত চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে র্যাবের একটি টিম মিরসরাই যাচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
জানা যায়, একটি প্রাইভেটকারে তাদেরকে ডাকাত বলে সন্দেহ হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে গণপিটুনি দেয়।
এ বিষয়ে মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ বলেন, আজ সন্ধ্যায় র্যাবের তিন সদস্যকে স্থানীয়রা পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসকে