ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ডিবি পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুট, দুইজন আটক

  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২২, ২২:২৬

ডিবি পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুট, দুইজন আটক
ছবি: প্রতিনিধি

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ৮৮ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় নোয়াখালী থেকে গলিত স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় নোয়াখালী জেলার নরোত্তম পুর গ্রামের অভিজিৎ কুড়ি। পথে ডিবি পুলিশ পরিচয়ে অভিজিৎ কুড়িকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার স্বর্ণালঙ্কার লুট করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা-বেঁধে অভিজিৎকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে দাউদকান্দি পুলিশ অভিজিৎকে উদ্ধার করে।

পরে অভিযান চালিয়ে দাউদকান্দির সাহাপাড়া থেকে প্রথমে রাজিব কর্মকারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে চাঁদপুরের উত্তর মতলবের বাগানবাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণসহ তপু কর্মকারকে আটক করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত