আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আরও একজনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২২, ১২:০৬
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাদ উপজেলার খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে বলে জানা যায়।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার দিবাগত রাতে একই ঘটনায় আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ মে ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/ওএফ