ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২২, ০২:৫৫

দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস
ছবি: ইলিয়াস সাজু

সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্তমানে পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর ছাড়া বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। তবে আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। রোববার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খুলনার মোংলায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত