ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২২, ১২:৪৭

অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই
সংগৃহীত

মাদক পাচার রোধে কঠোর থেকে কঠোরত হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এসময় অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেনো তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ২৪ ধরনের মাদক আসে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে। এর মধ্যে অধিকাংশই আসে মিয়ানমার থেকে। এ জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে। দেশকে বাঁচাতে, যুব সমাজকে বাঁচাতে আমাদের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।

এসময় কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের বিগত এক বছরের মালিকবিহীন জব্দ ৩৯৫ কোটি ৭৬ লক্ষ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়ে।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ দশমিক ৭৫২ কেজি ক্রিস্টাল মেথ (আইস); ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার; ১ হাজার ৩৩৯ বোতল মদ; ১৫৪ বোতল ফেনসিডিল; ২০৬ লিটার বাংলা মদ; ১৭ কেজি গাঁজা; ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট; ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যালোমিনিয়াম সালফার।

এ অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মো. ফখরুল আহসান, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান হায়াত, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত