ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আজ থেকে চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২২, ২২:৩৬  
আপডেট :
 ২৯ মে ২০২২, ০৭:৫২

আজ থেকে চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন

করোনার কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা-কলকাতা পথে রেল চলাচল শুরু হচ্ছে আজ রোববার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা রেলস্টেশন মাস্টার মানিকচন্দ্র সরকার।

তিনি জানান, ২৯ মে থেকে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’চলাচল করবে। আগের মতই এতে থাকবে আটটি যাত্রীবাহী বগিতে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

তিনি আরও জানান, সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে বেলা সাড়ে ১২টায় খুলনায় পৌঁছাবে এবং বেলা দেড়টায় খুলনা স্টেশন ছেড়ে যাবে।

স্টেশন মাস্টার জানান, রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা, এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ নভেম্বর এ পথে রেল চলাচল শুরু হয়। করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত