ইউএনওর গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২২, ২৩:৫৭
জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় হাসান আলী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৭ মে) বিকেলে জামালপুর শহরের শেরপুর বাইপাস রোডে সেতুলি বোম্বে গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। আহত হাসান আলী জামালপুর শহরের বেলাটিয়া খুপিবাড়ি গ্রামের খুরশিদ আলম জাহাঙ্গীরের ছেলে।
মেলান্দহের ইউএনও সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অসাবধানতাবসত দুর্ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তার পরিবারের ভরনপোষনের ব্যবস্থাও নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এসএস