প্রতিবেশীর ছুরিকাঘাতে ছেলের পর প্রাণ হারালেন বাবাও
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২২, ১৮:০৬

নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর ৯ দিন পর এবার মারা গেলেন হাসপাতালে চিকিৎসাধীন বাবাও।
|আরো খবর
উপজেলার দৌলতপুর গ্রামে গত ৬ জুন দুই শিশুর মধ্যে সামান্য খুনসুটির জেরে ধারালো ছুরিহাতে ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী একটি নিরীহ পরিবারের ওপর। দৌলতপুর সংঘটিত এ হামলায় রাকিব (২১) নামের এক যুবক খুন হন প্রতিবেশী শাহজাহানের পুত্র সাইফুলের (২৪) হাতে।
এ সময় সাইফুলের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক আহত হন রাকিবের বাবা সিরাজ উদ্দীন (৬০) ও চাচাতো বোন পাপ্পি। ৯ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার বিকেলে খুন হওয়া রাকিবের বাবা সিরাজ উদ্দীনের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক সাইফুলসহ তিনজন গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন।
মনোহরদী থানার ওসি (তদন্ত) জহিরুল আলম সিরাজ উদ্দীনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় ময়নাতদন্ত সম্পন্ন করে আজ (বৃহস্পতিবার) সিরাজ উদ্দীনের লাশ বাড়িতে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসকে