ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

বন্যায় ব্রিজ ভেঙে ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২২, ১০:০৯  
আপডেট :
 ১৮ জুন ২০২২, ১০:৫৪

বন্যায় ব্রিজ ভেঙে ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার তোড়ে ৩৪ নম্বর রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল ৯টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার মাঝামাঝি অতীতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।

বারহাট্টা উপজেলার স্টেশনমাস্টার গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করে জানান, রেলব্রিজ ভেঙে নেত্রকোণার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।

রেলওয়ে জিআরপির তথ্যমতে, হাওর এক্সপ্রেস ট্রনটি মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়ে আছে। তবে মেরামত এখনো শুরু হয়নি বলেও জানা যায়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত