ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

যশোরে সোনার বারসহ পাচারকারী আটক

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২২, ১৮:৪১

যশোরে সোনার বারসহ পাচারকারী আটক
ছবি: প্রতিনিধি

ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক সোনা পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে উঠেছে। ওই সোনার বিনিময়ে ডলার নিয়ে ফের ঢাকায় ফেরৎ যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তিনি বলেন, পরে বিকেল ৪টার দিকে নাভারণ বাজারে সাতক্ষীরা লাইনের একটি বাস থামিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তার সিটের নিচে রাখা ব্যাগ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের মূল্য ১ কোটি ১ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা। মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত