ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

মোবাইল ফোন না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২২, ১৭:১০

মোবাইল ফোন না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে মোবাইল না পাওয়ার অভিমানে সোহেল রানা (১৮) নামে এক কলেজছাত্রের আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোহেল নাকুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও হাজি ওহেদ মরিয়ম অনার্স কলেজ চান্দাইকোনার এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

জানা যায়, সোহেল রানা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ দিনে তার জন্ম নিবন্ধনের ভুল থাকায় সংশোধন ও এন্ড্রয়েড মোবাইল কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। কিন্তু বাবা শফিকুল ইসলাম পরীক্ষা শেষে মোবাইল কিনে দিতে চাইলে সোহেল অভিমান করে আত্মহত্যা করে। সকাল বেলা সোহেলের মা গরুকে খাওয়ানোর জন্য তাকে ডাক দেন। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গলায় দড়ি দিয়ে তীরের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে লাশ উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের আইনি প্রক্রিয়া শেষ করে। পরে কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে এ প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের আইনি প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত