ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২২, ১২:৩২  
আপডেট :
 ২২ জুন ২০২২, ১৮:৪০

আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলমান করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলমান করোনা এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই একটি অস্বস্তিকর অবস্থার মুখোমুখি করেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন এবং পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে পদ্মা সেতু উদ্বোধন, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, মেট্রোরেল, কর্ণফুলী টানেল উদ্বোধন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত