ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

বেনাপোল স্থলবন্দরে বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৬:১১

বেনাপোল স্থলবন্দরে বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল স্থলবন্দরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বিলাসবহুল বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে এই স্বর্ণ পাওয়া যায়। ,চট্টগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহনে ভারতে পাচারের জন্য স্বর্ণের বার আনা হচ্ছে – এমন গোপন সংবাদে বিজিবির টহল দল চট্টগ্রাম-কলকাতা সার্ভিসের গ্রীন লাইন পরিবহনের একটি স্লিপিং বাসে তল্লাশি চালায়।

তিনি আরও বলেন, সেখানে একটি সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৭৬৬ গ্রাম এবং বাজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যাত্রী পালিয়ে যায়, তাকে আটকের জন্য অভিযান চলছে বলে কর্নেল শাহেদ জানান।

উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত