ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দের পর ধ্বংস

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৮:২৫

যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দের পর ধ্বংস

যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। এই অপরাধে ওই চিংড়ির মালিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানিয়েছে, বুধবার রাতে শহরতলীর রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছের ট্রাক থেকে চারটি ককশিট ভর্তি চিংড়ি জব্দ করা হয়। এ সময় যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে হোসাইন সরদারের (৩০) কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশকরা চিংড়ি মণিরামপুর হয়ে যশোরের দিকে আসছে। তাৎক্ষণিক তারা রাজার হাট এলাকায় অবস্থান নেন। সাড়ে ৭টার পর একটি মাছ ট্রাক ভর্তি (ঢাকা মেট্টো-ড-১৪-৭৯৫৭ ) তল্লাশি করা হয়। ওই ট্রাকের মধ্যে চারটি কর্কশিটে থাকা চিংড়ির মধ্যে জেলি পুশ করার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। এক পর্যায় তারা স্বীকারও করেন। পরে তাদেরকে জরিমানা করা হয় ও সব চিংড়ি ধ্বংস করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত