ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে শিয়ালের আক্রমণে ৭ জন আহত

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২২, ১৯:১৭

দিনাজপুরে শিয়ালের আক্রমণে ৭ জন আহত
ফাইল ফটো

দিনাজপুর সদরে দুইদিনের ব্যবধানে শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছে। দলবেঁধে রাতের বেলায় শিয়ারের আক্রমণ বেড়ে যায় বলে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

শুক্রবার সদর উপজেলার উলিপুরের একাধিক ব্যক্তি জানান, বিশেষ প্রয়োজনেও তারা সন্ধ্যার পর কেউ লাঠি ছাড়া বাড়ির বাইরে বের হতে পারেন না।

এদিকে শিয়ালের আক্রমণের বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং বন বিভাগের একটি টিম শনিবার (২৫ জুন) ওই এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানান দিনাজপুর সদরের বনবিট কর্মকর্তা কামরুল ইসলাম।

আউলিয়াপুর ইউপির উলিপুরের পুনভর্বা বাঁধ সংলগ্ন পীরজঙ্গলী কবরস্থান এলাকায় এসব শিয়ালের উপদ্রব বেশি। এখান থেকে দলবেঁধে এরা আশেপাশের এলাকায় বিচরণ করে বলে জানিয়েছে এলাকাবাসী।

আউলিয়াপুরের মোসাদ্দেক হোসেন বলেন, উলিপুরের পুনভর্বা নদী বাঁধ সংলগ্ন পীরজঙ্গলী কবরস্থানে শিয়ালের আবাস রয়েছে। সেখানে গত বুধবার ৪ জনকে এবং গত বৃহস্পতিবার ৩ জনকে আক্রমণ করেছে। অনেক সময় শিয়াল বাড়িতে ঢুকে কামড়ে পালিয়ে যাচ্ছে। আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।

স্থানীয় কৃষক তমিজউদ্দিন জানান, আমার প্রতিবেশী খয়রাত আলীর মেয়ে সুরাইয়াকে (১৮) পায়ে, মরহুম তসলিম উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়াকে (৪০) পায়ে, মরহুম গেন্দুর ছেলে মোস্তাকিমকে (৩৮) হাতে, রিয়াজ উদ্দিনের ছেলে আলমকে (৪২) বুকে থাবা দিয়ে আহত করেছে শিয়াল। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

তিনি জানান, সন্ধ্যার পর এই শিয়ালগুলো দলবেঁধে বিচরণ করে। এলাকার কেউ লাঠি ছাড়া বের হতে পারেন না। গ্রামবাসীরা আতঙ্কে সময় পার করছে। বৃহস্পতিবার তাই বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর সদরের বনবিট কর্মকর্তা কামরুল ইসলাম জানান, গ্রামবাসী বিষয়টি জানিয়েছেন। শিয়াল কেনো আক্রমণ করছে মানুষকে, বিষয়টি নিয়ে আমাদের বণ্যপ্রাণী বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। আমরা সরেজমিনে শনিবার ওই এলাকায় যাবো।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত