ময়মনসিংহে ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২২, ০৮:৩৪

ময়মনসিংহের ভালুকায় উল্টো পথে আসা ট্রাকের চাপায় আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
|আরো খবর
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ পাঠান পৌর শহরের দুই নং ওয়ার্ডের বাসিন্দা ও ভালুকা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রাতের খাবার খেয়ে চা পান করতে বাসা থেকে বের হয়েছিলেন হামিদ। বাসায় ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে হামিদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেসময় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।
বাংলাদেশ জার্নাল/কেএ