দেশের বাজারে শিগগিরই ভোজ্যতেলের দাম কমবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৪:১৩ আপডেট : ২৬ জুন ২০২২, ১৮:৪৬

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও তেলের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।
|আরো খবর
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম কতটা কমবে, সেটি স্পষ্ট নয়।
তেলের দাম কমার আশা প্রকাশ করে তিনি বলেন, এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।
বাংলাদেশ জার্নাল/এমএম