ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২২, ০১:৫৩

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় রোববার বিকেলে চায়না মালিকানাধীন ঝুট থেকে তুলা তৈরির একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, রোববার (২৬ জুন) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী র‍্যাব ফোর্সের ট্রেনিং স্কুল সংলগ্ন সিগমা কমফোর্ট নামের একটি সুতা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা (নিজস্ব সেফটি) নেই। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে গুদামের ভেতরে থাকা তুলা ও ঝুট পুড়ে গেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গুদামের পাশে একটি ভবনের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওই কাজ চলার এক পর্যায়ে স্ফুলিংগ থেকে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত