ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যশোরে ১৫ ড্রাম অফ্রিকান মাগুর জব্দ

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২২, ২২:২৯

যশোরে ১৫ ড্রাম অফ্রিকান মাগুর জব্দ

চাষ ও বাজারে বিক্রি নিষিদ্ধ আফ্রিকান প্রজাতির তিনটি নসিমন ভর্তি ১৫ ড্রাম মাগুর মাছ জব্দ ও ধ্বংস করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্প পরিচালিত একটি মোবাইল কোর্ট। একই সাথে তিন মালিকের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে শহরতলীর মোবারককাঠি গ্রামে অভিযান চালিয়ে তিনটি নসিমন ভর্তি মাগুর মাছ জব্দ করে র‌্যাব সদস্যরা। পরে সদর উপজেলার নির্বাহী পরিষদ জেলা মৎম অফিসারের মাধ্যমে প্রমাণ করা জব্দ করা মাছ অফ্রিকান প্রজাতির। যা চাষ, বিক্রয় ও বিপণন সম্পূর্ণ নিসিদ্ধ। ফলে মাছ গুলো গর্তখুঁড়ে মাটিতে পুতে রেখে ধ্বংস করা করা। এই অপরাধে তিন চাষিকে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডাদশেপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার জয়ন্তা গ্রামের সলেমান গাজীর ছেলে বাবর আলী (৪০), মৃত বারিক গাজীর ছেলে শওকত গাজী (৫০) এবং একই গ্রামের হাশেম দফাদারের ছেলে রিয়াজুল ইসলাম (২৬)।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত