ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:৪৩

কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পিযূষ কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত