ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ভোলায় ট্রাক উল্টে ৪৫০ বস্তা সরকারি চাল পুকুরে

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৯:২১

ভোলায় ট্রাক উল্টে ৪৫০ বস্তা সরকারি চাল পুকুরে
ছবি: প্রতিনিধি

ভোলার দৌলতখান খাদ্যগুদামে যাওয়ার পথে ৪৫০ বস্তা (১৬ টন) সরকারি চালসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে।

মঙ্গলবার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিশ্বরোড চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়।

ভোলা সদর খাদ্যগুদামের ইনর্চাজ সুভাষ চন্দ্র পাল বলেন, ভোলা সদরের জাহাজ থেকে ট্রাকে করে ১৬ টন সরকারি চাল দৌলতখান উপজেলা খাদ্য গুদামের উদ্দেশ্যে চাল ক্যারিংয়ের দায়িত্বে থাকা ঠিকাদার ফয়সাল ও সিদ্দিক হাওলাদারের মাধ্যমে পাঠানো হয়। চাল নিয়ে যাওয়ার পথে ট্রাকটি বিশ্বরোড চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। পরে শ্রমিক দিয়ে চাল উঠানোর কাজ করা হয়। ঘটনাটি সাপ্লাই কন্টাক্টররা আমাকে জানিয়েছে। চুক্তি অনুযায়ী সাপ্লাই কন্টাক্টর এর ভর্তুকি দেবে।

চাল ক্যারিংয়ের দায়িত্বে থাকা ঠিকাদার মো. ফয়সাল ও সিদ্দিক হাওলাদার জানান, পুকুরে পরে যাওয়া চাল শ্রমিক দিয়ে উঠানো হয়েছে। এর মধ্যে যেসব চাল ক্ষতিগ্রস্ত হয়নি তা রেখে বাকিটা তাদের ভর্তুকি দিতে হবে।

তারা আরও জানান, ট্রাকে থাকা ৪৫০ বস্তায় ১৬ টন চালের মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা ছিল। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত