দেশে জঙ্গি উত্থান রোধে সব ধর্মের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২২, ২২:০০

দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান রুখে দিতে সকল ধর্মের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
|আরো খবর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমবায় আন্দোলনকে জোরদার করেই দেশে খ্রিস্টান সম্প্রদায় অর্থনৈতিকভাবে উন্নতি করেছে। সমাজকে এগিয়ে নিতে এভাবেই সমবায় পদ্ধতিতে নানা উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
বাংলাদেশ জার্নাল/রাজু