ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ট্রাকভর্তি জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা ৫০ হাজার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ২০:২২

ট্রাকভর্তি জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা ৫০ হাজার
ছবি: প্রতিনিধি

অপদ্রব্য পুশ করা এক টন চিংড়ি জব্দ করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিংড়ির মালিক রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার গভীর রাতে যশোর শহরতলীর রাজাহাট এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ট্রাকভর্তি চিংড়ি জব্দ করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। পরে শনিবার দিবাগত রাতে র‍্যাবের একটি দল যশোর শহরতলীর রাজাহাট এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়িভর্তি একটি ট্রাক আটক করে।

পরে জেলা মৎস অফিসারের মাধ্যমে পরীক্ষা করে চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চিংড়ির মালিক যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, যশোর জেলা মৎস্য অফিসার সাইদুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত চিংড়ি জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত