ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

স্কুলের মাঠে পশুরহাট, সরিয়ে দিলেন ইউএনও

  ফ‌রিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৮:১৮  
আপডেট :
 ০৪ জুলাই ২০২২, ১৮:২০

স্কুলের মাঠে পশুরহাট, সরিয়ে দিলেন ইউএনও

ফ‌রিদপু‌রের সালথা সরকারি ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠ‌নি‌টির গভর্নিংবডির সভাপতি তাছ‌লিমা আকতার ঘটনাস্থলে পৌঁছে হাট বন্ধের নির্দেশ দেন।

সোমবার (৪ জুন) বিকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার হাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, শিক্ষক, হাট কমিটি ও ইজারাদারদের নিয়ে মিটিং করে স্কু‌ল মা‌ঠে গরু-ছাগ‌লের হাট না বসা‌নোর জন‌্য নির্দেশ দেয়া হয়েছে।

স্কু‌লের প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুল মাঠে গরুর হাট বসানো বন্ধের দাবি জানিয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর তিনি এ পদক্ষেপ নেন।

স্কু‌লের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বহু‌দিন ধ‌রে সালথা সরকারি ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠে গরুর হাট বসানো হ‌য়ে‌ছে। গরু-ছাগ‌লের হাট বসানোর কার‌ণে স্কু‌লের লেখাপড়ার প‌রি‌বেশ চরমভা‌বে ব‌্যাহত হ‌য়। ক‌রোনা কা‌লীন সম‌য়ে স্বাস্থবি‌ধি মে‌নে চলা ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে এবং স্কুল মা‌ঠে নোংরা ও অপরিচ্ছন্ন হচ্ছে। আমি আমার সহকর্মীদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপ‌জেলা নির্বাহী বরাবর লিখিত আভযোগ দিয়েছিলাম।

এ ব্যাপারে সালথা হাটের ইজারাদার ও সালথা উপ‌জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল জানান, বহুদিন ধ‌রে সালথা সরকারি ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয়ের মাঠে পশুর হাট বসানো হ‌য়ে‌ছে। তবে সরকারি নি‌র্দেশনা মোতা‌বেক ইউএনও নিষেধ করে দেয়ায় তিনি আর স্কুল মাঠে গরুর হাট বস‌তে দেন‌নি।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার তাছ‌লিমা আকতার বলেন, খবর পাই সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসেছে। গত শনিবার বেলা সা‌ড়ে ১২টার দিকে স্কুল পরিদর্শন করে সরেজমিনে স্কুল মাঠের পরিবেশ এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে বিকাল ৫টায় স্কুলের শিক্ষকমণ্ডলী, হাটের ইজারাদার, হাট কমিটির সাথে আলোচনা করা হয়। বিদ্যালয়ের মাঠে পশুরহাট কোনোভাবেই কাম্য নয়। আসন্ন কোরবানির বিষয়টি সামনে রেখে অস্থায়ী পশুহাটের জন্য পার্শ্ববর্তী পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রের মাঠ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

ইউএনও আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক স্যার, ডিডিএলজি স্যার, পুলিশ সুপার স্যারকে অবগত করা হয়। এরপ্রেক্ষিতে সালথা থানার ওসি রোববার (৩ জুলাই) সকালে বিদ্যালয়ের মাঠে পশুরহাট সরিয়ে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত