ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চমেকে সরকারি ওষুধ চুরির সময় ৩ কর্মচারী আটক

চমেকে সরকারি ওষুধ চুরির সময় ৩ কর্মচারী আটক
ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির সময় তিন স্পেশাল ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ।

সোমবার হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর। তারা হাসপাতালের এক আউটসোর্সিং ঠিকাদারের অধীনে বিভিন্ন ওয়ার্ডে ‘স্পেশাল ওয়ার্ডবয়’ হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, গত ৭ জুলাই হাসপাতাল থেকে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ চুরি করে বাইরের ফার্মেসিতে বিক্রির জন্য নেওয়ার পথে সুমন বড়ুয়া নামে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন স্পেশাল ওয়ার্ডবয়কে সরকারি ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানারও চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত