ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

গঙ্গাচড়ায় খরার কবলে আমন চাষ

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১৪:০৪  
আপডেট :
 ১৩ জুলাই ২০২২, ১৪:০৮

গঙ্গাচড়ায় খরার কবলে আমন চাষ
ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় খরার কবলে পড়েছে আমন ধানের চাষ। ১৫-২০ দিন ধরে বৃষ্টি না হওয়ায় বিভিন্ন এলাকায় পানির অভাবে কৃষকরা বাধ্য হয়ে সেচ দিয়ে আমন চারা লাগাচ্ছেন।

রোপা আমন লাগানোর এখন উপযুক্ত সময় জানিয়ে কৃষকরা বলেন, বৃষ্টি না হওয়ায় পানি শুকিয়ে সদ্য রোপণকরা জমি ফেটে যাচ্ছে।

কৃষকরা বলেন, বোরো চাষের মতো আমন মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সঠিক সময়ে জমিতে সেচ দিতে পারছেন না। এভাবে সেচ দিয়ে আমন আবাদ করলে উৎপাদন খরচ বেড়ে যাবে।

উপজেলার হাবু, বালারঘাট, চেংমারী, চেংমারী মান্দ্রাইন, মৌলভীবাজার, মম্হনা, মর্নেয়া, বেতগাড়ী, বড়বিল ইউনিয়নের ভিবিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ চাষের জমি শুকিয়ে গেছে। অনেকে শ্যালো বা মোটরের মাধ্যমে সেচ দিয়ে জমিতে চারা রোপন করছে।

এছাড়া হাবু গ্রামের এক কৃষক সোবহান বলেন, প্রখর রোদে চাষের জমি শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে চারা লাগাতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর ১৯ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এখন তাপদহ বেশি। তবে এখন আমন চারা রোপণের উপযুক্ত সময়। জমিতে পানি না থাকলেও সেচ দিয়ে চারা লাগাতে হবে। বৃষ্টির অপেক্ষায় থেকে চারার বয়স বেশি হয়ে গেলে ফলনে বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত