ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-কুয়াকাটা সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ১৪:৩২

ঢাকা-কুয়াকাটা সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ব্রিকফিন্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যাত্রীর নাম মো. রিয়াদ। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। এদিকে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের নাম জানা যায়নি।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহন নামে একটি বাস রাত পৌনে ৩টার দিকে আমতলী উপজেলার ব্রিকফিল্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা আমতলী ও পটুয়াখালী হাসপাতালে নিয়ে যায়। তবে গুরুতর আহত বাসযাত্রী মো. রিয়াদের অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/জিকে/রাজু

  • সর্বশেষ
  • পঠিত