ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৯:৫৭

চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে প্রায় ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আফিমের মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

সোমবার র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রীবাহী বাসযোগে মাদক ব্যবসায়ী আফিম ও চোলাই মদসহ বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে আসছে বলে খবর পাওয়া যায়। পরে রোববার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে কাকন মল্লিককে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের পলিথিনের ভেতর থেকে সাড়ে ৩ লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে শসার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো আঠালো ও খয়েরি রঙের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, কাকন মল্লিক দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার থানচি এলাকা থেকে আফিম ও অন্যান্য মাদক ক্রয় করে পরে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত